শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লার মনোহরগঞ্জে পুলিশের সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৫, ২০১৯
news-image

 

শাহাদাত হোসেন .

কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয় থেকে সচেতনতামূলক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শেখ কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন ভূঁইয়া,ওসি (তদন্ত) মাহবুল কবির বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী, সদস্য আবুল বাশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম মজুমদার, , মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ সালাম ও লক্ষণপুর তথ্যকেন্দ্রের উদ্যোক্ত অহিদুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে এবং ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ রাখার পরামর্শ দেন

আর পড়তে পারেন