বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেংগুর বিষয়ে কারো দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৭, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি বার্ড- এ ৫২ তম বার্ষিক পরিকল্পনা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকালে বার্ড এর লালমাই মিলনায়তনে সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বার্ড এর মহাপরিচালক ড. এম মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি মেয়ের মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক আবুল ফজল মীরসহ আরো অনেকে।

সম্মেলনে পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর পদস্থ কর্মকর্তা এবং সরকারের বিভিন্ন দফতরের শতাধিক কর্মকর্তা এতে অংশগ্রহন করেন।

পরে স্থানীয় সরকার মন্ত্রীর মোঃ তাজুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে ডেংগু প্রবনতা দেখা দিলেও এতে আতংকিত হবার এবং গুজব ছড়ানোর কিছু নেই। সরকারের সংশ্লিষ্ট বিভাগের যথেষ্ট নজরদারি রয়েছে। এবিষয়ে কারো দায়িত্ব হীনতা বরদাস্ত করা হবে না।

আর পড়তে পারেন