শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক–২০১৯’ এর মঞ্চে আলোড়ন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৬, ২০১৯
news-image

বিনোদন ডেস্ক :
ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকের মঞ্চে মডেলরা। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরও এক ধাপ এগিয়ে নিতে ট্রেসেমে আয়োজন করেছিল দেশের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক–২০১৯’।

গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই ফ্যাশন উইক। ট্রেসেমে মনে করে, ইভেন্টটি বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

ট্রেসেমের সঙ্গে এই ইভেন্টের পার্টনার হিসেবে ছিল ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)।

ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকে ১৯ জন স্থানীয় ও ১১ জন বিদেশি ডিজাইনার তিন দিনব্যাপী তাঁদের কাজ প্রদর্শন করেন।

এ ছাড়া চলতি বছর নতুন হেয়ার স্টাইল ট্রেন্ড উপস্থাপন করার লক্ষ্যে বাংলাদেশের শীর্ষ হেয়ার স্টাইলিস্টদের সঙ্গে নিয়ে কাজ করবে ট্রেসেমে।

ইভেন্টের দ্বিতীয় দিনে হেয়ার স্টাইলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন কানিজ আলমাস। ডিজাইনার হিসেবে ছিলেন ফারাহ আঞ্জুম বারি, শাহরুখ আমিন, আফসানা ফেরদৌসী, সুকাজিত দ্যাংচাই (থাইল্যান্ড), ফাইজা আহমেদ, রুপো শামস্, তাসফিয়া আহমেদ, কেনচো ওয়াংমো (ভুটান), শৈবাল শাহা ও স্বতি কালসি (ভারত)।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই ফ্যাশন উইক হয়।ইভেন্টের হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল লা মেরিডিয়ান।

আর পড়তে পারেন