বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

টাকা আত্মসাৎ, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মফিজুল ইসলাম কাদেরীকে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

কুমিল্লার হাউজিং এস্টেট এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

দুদক কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে সন্ধ্যায় তার বিরুদ্ধে লাকসাম থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মফিজুল ইসলাম কাদেরী জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিলড়ী গ্রামের মৃত তনু মিয়ার পুত্র।

দুদক কুমিল্লার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মফিজুল ইসলাম কাদেরী বিভিন্ন সময়ে ওই হাসপাতালের বিদ্যুৎ বিল ও রোগীর টিকেট বিক্রির মোট ৩৫ লাখ ১৮ হাজার ১৪০ টাকা জমা না করে আত্মসাৎ করেন। বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয় এবং এ বিষয়ে লাকসাম থানায় মামলা দায়ের করা হয়েছে। দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

আর পড়তে পারেন