শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জেএসসি-জেডিসি ও প্রাথমিকের ফল প্রকাশ ২৪ ডিসেম্বর

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১১, ২০১৮
news-image

 

অনলাইন ডেস্কঃ
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসব উদ্বোধন করবেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ বছর দুই সমাপনী পরীক্ষা প্রায় ৫৭ লাখ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী আর জেএসসি ও জেডিসি পরীক্ষা ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশে নেয়। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয় যা শেষ হয় ২৬ নভেম্বর। ১০০ নম্বর করে ছয়টি বিষয়ের মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আর পড়তে পারেন