শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জুতার তলা খোয়ানো মানুষ- মোহাম্মদ অংকন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৩, ২০১৮
news-image

 

মোহাম্মদ অংকন

পথ-ঘাট চেনা; তবুও মাঝেমাঝে হোঁচটখাই,

পড়েযাই, ঘুরে দাঁড়াই।

জুতা জোড়া হাতে নিয়ে চোখ মেলতেই যা দেখতে পাই;

সে কথাভাবতেই আমার একটাদীর্ঘকাল কেঁটে যায়।

প্রতিদিন তাঁজা গোলাপ ছিড়ে এনে ফিরে নিয়ে ডায়েরীর ভাজে লুকিয়ে রাখা কতটা বিষাদের;

তা শুধু জুতার তলা খোয়ানো মানুষগুলোই অনুধাবন করতেপারে।

পথ-ঘাট চেনা; শুধুচিনতে দেরি হয়

জানালার পাশে বসে থাকা রমনীর মনটাকে;

সে একবারও চেয়ে দেখার প্রয়োজন মনে করে না-

কোন সে পথিকতার জন্য জুতার তলা ক্ষয় করছে!

আর পড়তে পারেন