বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জিপিএ ফাইভ পাওয়া কুমিল্লার সেরা ৫ স্কুল

আজকের কুমিল্লা ডট কম :
মে ৬, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা শিক্ষাবোর্ডে এবছর এসএসসি পরীক্ষায় শতকরা পাশের হার ৮৭.১৬। যা বোর্ডের গত পাঁচ বছরের ফলাফলে সর্বোচ্চ। এবছর মোট জিপিএ ফাইভ পেয়েছে ৮ হাজার ৭৬৪ জন। কুমিল্লা বোর্ডের অধীনে ১লাখ ৯৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় ১লাখ ৬৮হাজার ৪৮০জন উত্তীর্ণ হয়। গ্রুপ ভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ সর্বোচ্চ শতকরা ৯৭.৫৬ জন পরীক্ষার্থী পাশ করে।

সর্বোচ্চ ৪২৬জন জিপিএ ফাইভ পেয়ে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা মডার্ন স্কুল। এছাড়াও কুমিল্লা জিলা স্কুল ৩৩৯ জন, নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ২৮৮জন, ইবনে তাইমিয়া স্কুল ২৭৯ জন, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ ২৪৭ জন। বোর্ডের অধীনে ৬টি জেলার ১৭১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ১৩২টি স্কুল।

আর পড়তে পারেন