শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় দলের ক্রিকেটার মোশাররফের পাশে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৪, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেছেন। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত আসরে তিনি এই দলের হয়ে খেলেছেন। দলের কর্ণধার নাফিসা কামাল এবং তার বাবা আ হ ম মোস্তফা কামাল ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন রুবেলের সঙ্গে।

রুবেলের চিকিৎসার খরচবাবদ নগদ টাকাও দেয়া হয়েছে কুমিল্লার পক্ষ থেকে। রুবেলের পারিবারিক সূত্রে জানা গিয়েছে এমন তথ্য। ঠিক কত টাকা দেয়া হয়েছে তা সঠিক জানা না গেলেও, পাঁচ থেকে সাত লাখ টাকার ব্যাপারে জানা গিয়েছে।

মোশাররফের বিষয়ে নাফিসা কামাল বলেন, ‘আমি বর্তমানে ব্যাংককে। মোশাররফ রুবেল আমাদের দলের খেলোয়াড় এবং খুবই ভালো একজন মানুষ। আমরা সার্বক্ষণিক তার ব্যাপারে খোঁজখবর রাখছি। তার স্ত্রীর সঙ্গে আমার নিয়মিতই কথা হচ্ছে। যেকোনো প্রয়োজনে আমরা তার পাশে আছি।’

প্রসঙ্গত গত মঙ্গলবার রুবেলের অপেরশন করা হয়েছে। এখন তার বায়োপসি পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় আছে যেটি পাওয়া যাবে সোমবার।

আর পড়তে পারেন