শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জম্মু-কাশ্মীরে নিজেদের সহকর্মীর গুলিতে ভারতের ৩ সৈন্য নিহত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২১, ২০১৯
news-image

 

ডেক্স রিপোর্টঃ

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাদের ঘাঁটিতে বুধবার একটি সংঘর্ষের ঘটনায় সহকর্মীর গুলিতেই ৩ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) সৈন্য নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

উদমপুর জেলার বাতাল বালিয়ানের ১৮৭ ব্যাটালিয়ান ক্যাম্পে কন্সটেবল অজিত কুমার স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে ৩ সহকর্মীর ওপর গুলি চালানোর পর নিজেকেও গুলিবিদ্ধ করেন। তবে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

কুমারের গুলিতে নিহত হয়েছেন রাজস্থানের পকারমাল, দিল্লির ইউগেন্দ্রা শর্মা, হরিয়ানার উমেদ সিং।

গুলির ঘটনার আগে সৈন্যদের মধ্যে ঝগড়া হয়েছিলো এবং তারা সংঘর্ষে জড়িয়ে গিয়েছিলো বলে সিআরপিএফ কর্মকর্তা এসএইচও বিজয় সিং জানিয়েছেন।

ঘটনার পরপরই কুমারকে উদমপুরেরর সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন জম্মু এলাকার আইজিপি এমকে সিনহা।

উল্লেখ্য, গত মাসেই কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ সৈন্যদের বহরে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। তাতে দেশটির প্রায় অর্ধশত জওয়ান নিহত হয়।

আর পড়তে পারেন