শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছোট্ট নীল ঘাসফুল-সিত্তুল মুনা সিদ্দিকা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৬, ২০১৮
news-image

সিত্তুল মুনা সিদ্দিকা


আজ ভোরের আকাশের নীল রঙটা বেশী মোহনীয় ,
পাহাড়ী পথে হাঁটতে মন চাইছে আমার,
ওমনি বেরিয়ে পড়ি একটু সকালটা দেখার জন্য।
আমি একটু আমার মত থাকতে চাই।
তাই মনের ইচ্ছের রঙতুলিতে ধরাবাধা নিয়ম নেই।
আমি পা বাড়াই পাহাড়ী সবুজ কোমল ঘাসে ,
শীতল অনুভুত হয়।
এগিয়ে যাই সামনে কোন এক দূরের টানে।
কখন যে অলক্ষ্যে শাড়ীতে ছুঁয়ে গেছে চোরকাঁটা বুঝতে পারিনি।
ভাদ্র মাসের এই সকালে
মেঠো পথে স্বাগত জানায় কিছু ছোট্ট নীল ঘাসফুল ।
আপন আলোয় মোহিত নয়নে।
আমি মৃদু হেসে পেরিয়ে এলাম ওদের ।
এবর অক্ষি নিবিষ্ট হলো সবুজের সীমানায়।
হেটে যেতে যেতে হঠাৎ খোঁচা গেলেছে পায়ে ।
টের পেলাম শাড়ির ভাঁজে লেগে থাকা অসংখ্য চোরকাঁটা।
একটা শিমুল গাছের তলায় বসে ব্যস্ত হলাম একে একে,
আপনমনে শাড়ীর পাড়ে লেগে থাকা চোরকাঁটা তুলতে।

আর পড়তে পারেন