শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৪, ২০১৭
news-image
  ডেস্ক রিপোর্টঃ
 মাদ্রিদের ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদ জিতল ১২ নম্বর চ্যাম্পিয়ন্স লিগ। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দু’বার এই ট্রফি জিতল কোনো ক্লাব।
শনিবার রাতের কার্ডিফে ৪-১ গোলে জিতে রিয়ালকে শুধু ১২ নম্বর চ্যাম্পিয়ন্স লিগটাই জিদান দিলেন না। একইসঙ্গে চুপ করিয়ে দিলেন তাঁর সমালোচকদের। এমন নজির গড়লেন যা পেপ গার্দিওলা, জোসে মোরিনহোর মতো তারকা কোচেরাও পারেননি। টানা দু’বার ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে প্রমাণ করলেন ফুটবলার জিদানের মতো কোচ জিদানও কোনও অংশে কম যান না।
ম্যাচের শুরুর থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে দু’দল। সুযোগের পর সুযোগ তৈরি করতে থাকেন রোনালদোরা। প্রথম গোলটাও করে রিয়াল। সি আর সেভেনের বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ের সৌজন্যে রিয়াল ১-০ এগোয়। কিছুক্ষণ পরেই স্বপ্নের গোল করে সমতা ফেরান মান্দজুকিচ। আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়াইনের পাসে দুর্দান্ত ভলিতে গোল করেন মান্দজুকিচ। তখন মনে হয়েছিল ম্যাচটা হয়তো জুভেন্টাসের দিকে ঘুরবে।  কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু হতেই একের পর এক  আক্রমণের সুনামি আছড়ে পড়ে জুভেন্টাসের বক্সে। ছোট ছোট পাসে মুভ তৈরি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে আনে রিয়াল।
ম্যাচের ক্লাইম্যাক্সে আসেনসিওর গোলে স্মরণীয় ৪-১ জয় পেল জিদানের রিয়াল। রেফারির ফুলটাইমের বাঁশি বাজতেই জিদান এগিয়ে যান বিপক্ষ কোচের দিকে। রোনালদো তখন  মাঠের মধ্যে শুয়ে পড়েছেন। গ্রহণ করছেন সতীর্থদের অভিবাদন। উল্টো দিকে ইস্কো, কাসেমিরোরাও আনন্দে নাচছেন। আলেগ্রি তখন বুফনদের সান্ত্বনা দিচ্ছেন।
জিদান কয়েক দিন আগেই বলেছিলেন রিয়াল মাদ্রিদের ডিএনএ-তেই রয়েছে জয় শব্দটা। কার্ডিফের ফাইনাল সেই কথাটাই ফের প্রমাণ করে ছাড়ল।

আর পড়তে পারেন