শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রাম ও দেবিদ্বারে ছুরিকাঘাতে দুই জন খুন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৯, ২০১৮
news-image

 

জাহাঙ্গীর আলম ইমরুলঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম ও দেবিদ্বারে ছুরিকাঘাতে দু’জন খুন হয়েছে।

শনিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ছুঁরিকাঘাতের দুটি ঘটনা ঘটে। জেলার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি এলাকায় দূর্বৃত্তদের ছুঁরিকাঘাতে এক হোটেল কর্মচারী এবং দেবিদ্বারের ধামতি মধ্যপাড়ায় প্রতিপক্ষের ছুঁরিকাঘাতে এক যুবক খুন হয়েছে।

দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার দিবাগত মধ্যরাতে ধামতি মধ্যপাড়ায় অর্থনৈতিক লেনদেন নিয়ে কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুঁরিকাঘাতে গুরুতর আহত হয় নুরুল ইসলাম নামের এক যুবক। আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আজ রোববার দুপুর সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নুরুল ইসলাম ধামতি ইউনিয়ের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ছোট ভাই।

অপরদিকে চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সল জানান, জগন্নাথদীঘির পাড়ের একটি হোটেলের কর্মচারী বদিউল আলম রাত সাড়ে ১১ টায় কাজ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেটে বাড়ি যাচ্ছিল। এসময় তিন মোটরসাইকেল আরোহী এসে বদিউল আলমকে উপর্যপুরী ছুঁরিকাঘাত করে পালিয়ে যায়।

ছুরিকাঘাতের পর বদিউল আলম দৌড়ে বাড়ি যাবার সময় পথিমধ্যে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

বদিউল আলম চৌদ্দগ্রামের কেচকিমোড়া গ্রামের মৃত ইছমাইল মিয়ার ছেলে।

পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে তার মা হালিমা বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করে।

আর পড়তে পারেন