শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ১০ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ ইলেকট্রিশিয়ানের

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১০, ২০১৭
news-image

 

আনিছুর রহমান:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ১০ দিনেও খোঁজ মিলেনি মীর হোসেন (২৫) নামের
এক ইলেকট্রিশিয়ানের। এ ঘটনায় তার ভাই বিল্লাল হোসেন বাদি হয়ে চৌদ্দগ্রাম
থানা ও কুমিল্লায় র‌্যাব-১১ এর নিকট পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।

১ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছেন মীর হোসেন।

নিখোঁজ মীর হোসেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের পরানপুর গ্রামের মৃত.
নুরুল হকের ছেলে।

জানা গেছে, মীর হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ইলেকট্রিক কাজ ও অটোরিকশা
চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সে ২৫ নভেম্বর বিদেশে যাওয়ার ভিসা প্রসেসিং
করার জন্য ঢাকায় যায়। ভিসার কার্যক্রম শেষ করে ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির
উদ্দেশ্যে রওয়ানা করে। রাত সাড়ে ৯ টায় সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
মিয়াবাজার আছে বলে মোবাইল ফোনে পরিবারকে জানায়। এরপর থেকে তার ব্যবহৃত
০১৬৩৯১১২৬২১ নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ
সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও রোববার বিকেল পর্যন্ত তার কোন
সন্ধান পাওয়া যায়নি। সে সবসময় পাঞ্জাবী ও পায়জামা পরিধান করতো। মীর
হোসেনের দুই বছর বয়সী জিহাদ হোসেন নামের এক ছেলে সন্তান রয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল জানান, এ বিষয়ে
সাধারণ ডায়রি করা হয়েছে কিনা দেখে বলতে হবে। যদি হয়ে থাকে আমরা তদন্ত
করবো।

আর পড়তে পারেন