বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২১, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপিদের) চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন সিএইচসিপি আমিনুল ইসলাম বাবলু, আবুল কালাম ভুঁইয়া, হারুনুর রশিদ, রবিউল হক, নাজিম উদ্দিন, রাসেল কবির, জসিম উদ্দিন, জাহিদুল ইসলাম, কাজী মহিন উদ্দিন, সাইফুল ইসলাম জামাল, মীর হোসেন, তানজিনা আক্তার লিজা, সেলিনা আক্তার, রুজিনা আক্তার, তাসলিমা চৌধুরী, আছমা আক্তার, জোবায়দা আক্তার, জেসমিন আক্তার, শাহরিয়ার মেহজাবিন, আয়েশা আক্তার, সাবিনা আক্তার, সাহিদা আক্তার, পারভিন আক্তার, সাবিহা আফরোজ, নেছার উদ্দিন, জামাল হোসেন, আবদুল কাদের, তরিকুল ইসলাম, রেহানা বেগম, শান্তা চক্রবর্তী, দিলারা প্রমুখ।

এর আগে শনিবার সিএইচসিপিবৃন্দ প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাছির উদ্দিনের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, তিনদিনের কর্মসূচি সরকার না মানলে আমরণ কর্মসূচি পালন করা হবে।

আর পড়তে পারেন