শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে মনোনয়নপ্রত্যাশী যাঁরা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০১৯
news-image

মোঃ সফিউল আলম ঃ
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দলের নিকট আবেদন করেছেন উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবংমহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ সর্বমোট ১৯জন।

উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছে আবেদনকারীরা হলেন—
বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস ছোবহান ভূঁঞা হাসান। জেলা আওয়ামীলীগ সদস্য শিল্পপতি কামাল উদ্দীন।
. সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান মুরাদ।
আওয়ামী লীগ নেতা এনামুল হক। আওয়ামী লীগ নেতা আবু তাহের।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও বাতিসা ইউপি চেয়ারম্যান জি.এম.জাহিদ হোসেন টিপু ।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি সোহেল রেজা ভুলু।

ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ছেয়ে আবেদন কারীরা হলেন-
.বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য এ বি এম এ বাহার।
কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামছুল আলম মজুমদার।
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা শৈল পতি নন্দন চৌধুরী।

. উপজেলা আওয়ামীলীগ নেতা জি.এম.মীর হোসেন মীরু। পল্লী বিদ্যুৎ সমিতি-২ কুমিল্লা এর পরিচালক জাকির হোসেন।
.উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ .এস.এম.শাহীন মজুমদার উপজেলা যুবলীগ
নেতা আলমগীর হোসেন বিপ্লব। সৈয়দ মোঃ আলী আশ্রাফ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলের নিকট মনোনয়ন চেয়ে আবেদন কারীরা হলেন–
.বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা আখতার।
চৌদ্দগ্রাম উপজেলা যুবমহিলা লীগ নেত্রী কাজী আনোয়ারা আক্তার পান্না। পৌর যুবমহিলা লীগ নেত্রী রহিমা আক্তার। জেলা যুবমহিলা লীগ নেত্রী মনোয়ারা বেগম সাকি। ফয়জুন্নেছা আমিন।

সকলেই স্ব-হস্তে লেখা আবেদনপত্র উপজেলা আওয়ামী লীগের নিকট দাখিল করেন।

বর্ধিত সভায় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন হাতে পাওয়ার পর তাদের নাম ঘোষনা করেন সাবেক রেলপথ মন্ত্রী , কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক এম.পি।

আর পড়তে পারেন