বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ব্যানার লাগাতে গিয়ে গাড়িচাপায় বিএনপি কর্মী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৯, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

খালেদা জিয়ার আগমন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় এক বিএনপি নেতার পক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যানার লাগাতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় বাবুল টেইলার নামের এক কর্মী নিহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সংলগ্ন হোটেল হাইওয়ে-ইন এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ওই উপজেলার উজিরপুর ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গা শিবির পরিদর্শনে শনিবার ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহর ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওয়ানা করে। এ উপলক্ষে দলীয় নেত্রীকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি’র এক নেতার পক্ষে ব্যানার লাগানোর জন্য বাবুল টেইলার (৪৭) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হোটেল হাইওয়ে-ইন এর সামনে যান। বিএনপি নেত্রীর গাড়িবহরটি কুমিল্লা অতিক্রম করার পূর্বে দুপুর দেড়টার দিকে ওই স্থানে ব্যানার লাগানোর সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাপায় বাবুল টেইলার ঘটনাস্থলে মারা যান। এদিকে এ ঘটনার পর বিকাল সোয়া ৪টার দিকে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর ঘটনাস্থল অতিক্রম করে। মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর কাশেম জানান, ব্যানার লাগাতে গেলে পিকআপ ভ্যানের চাপায় বাবুল মারা যায় এবং পিকআপ ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে।

আর পড়তে পারেন