মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও ফলাফলে অনুপস্থিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৪, ২০১৮
news-image

 

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নিয়েও প্রকাশিত ফলাফলে অনুপস্থিত থাকার ঘটনা ঘটেছে। এর ফলে রাকিব হোসেন সিয়াম নামের এক শিক্ষার্থীর উচ্চ শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছে।

অনুপস্থিত ফলাফল আসা নোয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরিক্ষায় অংশ নেওয়া রাকিব হোসেন সিয়ামের রুল নং- ৭৫৮২।

সিয়ামের অভিভাবক গত কয়েকদিন ধরে নিয়মিতই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ধর্ণা দিচ্ছেন। কর্তৃপক্ষ তা সংশোধন করে দিবেন বললেও বৃহস্পতিবার (৪ জানুয়ারী) ফলাফলের সার্ভারে পূর্বের ন্যায় অনুপস্থিতির ফলাফল দেখা যায়।

কর্তৃপক্ষের অনিয়ম ও গাফিলতির কারণে এ ফলাফলে অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন।

সিয়ামের পিতা হাবিবুর রহমান জানান, ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় গত কয়েকদিন ধরেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু এখনো সংশোধন করা হয়নি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ভুল সংশোধনের চেষ্টা চলছে।

আর পড়তে পারেন