মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে জ্বীনের বাদশাহ’র বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৩, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউপির বাবুচি আদর্শ গ্রামে কথিত জ্বীনের বাদশা ক্বারী বজলুর রহমানের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ । তবে পুলিশ বলছে মাদক পাওয়া যায়নি।

শনিবার (২৩ জুন) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি আদর্শ গ্রামে কথিত জ্বীনের বাদশা ক্বারী বজলুর রহমানের বাড়িতে থানা পুলিশ অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন ওই গ্রামের  মৃত.  আলী আহাম্মদের ছেলে মো: সেলিম প্রকাশ ছলিম(৫০) ,আনা মিয়ার ছেলে  ইসমাঈল (৩৫) সিদ্দিক মিস্ত্রির ছেলে নাছির( ৩৫)। আটক ছলিমের বিরুদ্ধে ৫ টি মামলা ও বাকি দুই জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে । আটক ছলিম কথিত জ্বীনের বাদশা ক্বারী বজলুর রহমানের ভাই বলে জানা গেছে ।

স্থানীয় সূত্র জানায়, থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক মাদকসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, আটক হইছে। তবে মাদক পাইনি। পরে কথা বলবো।

উল্লেখ্য যে, এর আগে ২০১৭ সালে কথিত জ্বীনের বাদশার বাড়ি থেকে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

আর পড়তে পারেন