বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ইটভাটায় কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ ইটভাটা শ্রমিক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৫, ২০১৯
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কয়লাবাহী ট্রাক উল্টে ইটভাটার মেসে ঘুমে থাকা ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সকালে ইটভাটায় কয়লাবাহী ওই ট্রাকটি আনেলোড করার সময় উল্টে গিয়ে পাশের শ্রমিকদের টিনশেড মেসে পড়ে। এতে মোট ১৩জন নিহত হয়েছেন। তাদের সবাই পুরুষ। নিহতদের গ্রামের বাড়ি নীলফামারির জলঢাকার বিভিন্ন গ্রামে বলে শুনেছি।

এরা হলেন- নীলফামারির জলঢাকা উপজেলার বিপ্লব (১৯), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), শঙ্কর জন্দ্র রায় (২২), দিপু চন্দ্র রায় (১৯), অমৃত চন্দ্র রায় (২০), মৃণাল চন্দ্র রায় (২১), বিকাশ চন্দ্র রায় (২৮), রঞ্জিত চন্দ্র রায় (৩০), কনক চন্দ্র রায় (৩৫), মো. সেলিম (২৮), মো. মোরসালিন (১৮), তরুণ চন্দ্র রায় (২৫), মাসুম (১৮)।

এরা সবাই স্থানীয় কাজী অ্যান্ড কোং নামে একটি ইট ভাটার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইনজামামুল হক  জানান, নারায়ণপুর গ্রামের একটি সড়কে কয়লাবাহী একটি ট্রাক ইটভাটার শ্রমিকদের ঘরের উপর উল্টে পড়ে। এতে ঘুমে থাকা শ্রমিকদের ১২জন ঘটনাস্থলে মারা যান। আহতাবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আর পড়তে পারেন