শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চিরতরে চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৩, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্ট:

আর নেই বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র বর্ষিয়ান জননেতা মোহাম্মদ নাসিম।

শনিবার(১৩ জুন) সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তাঁর ছেলে তানভীর শাকিল জয় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ জুন সকালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম পরে রাতে
তার করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মোহাম্মদ নাসিম গত ৫ জুন ভোরে ব্রেন স্ট্রোক করেন। ওই দিনই জরুরিভাবে তার অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৪৮ ঘন্টার নিবিড় পযবেক্ষণে রেখেছিলেন। পরে ৬ জুন ৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গটন করা হয়। বিকেলে মেডিক্যাল বোর্ড তার শারিরিক অবস্থা পযালোচনা করে তাকে ৭২ ঘন্টা পযবেক্ষণের সিদ্ধান্ত নেন। ওই সময়ের মধ্যে তার অবস্থার উন্নতি হয়নি। তিনি চলে যান ডিপ কোমাতে।

ওয়ান ইলেভেনের সময় কারাবন্দি অবস্থায় স্ট্রোক করেছিলেন নাসিম। সম্প্রতি দ্বিতীয় দফায় স্ট্রোক করলেন। এ অবস্থায় গত ৯ জুন তার পুনরায় করোনা ভাইরাস পরিক্ষা করা হয় ৷ ওই দিন করোনা রিপোর্ট নেগেটিভ আসে ৷

তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টাও করা হয় । আবার ব্যাংকক নেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু তার শারিরিক অবস্থার মারাত্বক অবনতি হওয়ায় বিদেশ নেওয়ার মতো অবস্থা ছিল না। অবশেষে সব চেষ্টা বিফল করে চিরতরে চলে গেলেন বাংলাদেশের এই রাজনীতিবিদ। ৷

আর পড়তে পারেন