বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা পৌরসভায় ইনক্লুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৫, ২০১৭
news-image

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এমজিএসপি প্রজেক্টের আওতায় চান্দিনা পৌরসভায় ইনক্লুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (২৫ জুলাই) সকাল থেকে চান্দিনা পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন- এমজিএসপি প্রজেক্টের কনসালট্যান্ট মো. মাহবুবুর রহমান, কাজী ফয়সাল আহম্মেদ, মোসাম্মৎ নাজমা খাতুন, মৌসুমী আক্তার। কর্মশালায় সুষম বাজেট প্রণয়ন, বাস্তবায়ন, সম্পত্তি মূল্যায়ন, কর নির্ধারণ প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা হয়। কর্মশালায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন- পৌরসভার কাউন্সিলর মো. আকতার আহমেদ নাদিম, মো. শাহাজাহান সরকার, মো. তাজুল ইসলাম, মো. কামাল হোসেন, কাজী জাফর উল্লাহ্ আজাদ, মো. সুরুজ ভূইয়া, মো. আবদুস ছালাম, মো. আবদুর রব, মো. দুলাল মিয়া, মিনোয়ারা বেগম, নাছরিন আক্তার, রাবেয়া আক্তার, পৌরসভার সচিব মো. ইউসুফ আলী, সহকারী প্রকৌশলী মো. শাহিনসার হোসেন, পৌর যুবলীগ সভাপতি আলহাজ্ব মো. মনির খন্দকার, সাংবাদিক মামুনুর রশিদ সরকার, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, সাংবাদিক মো. জাকির হোসেন প্রমুখ। কর্মশালায় টিএলসিসির সদস্যবৃন্দ এবং সুশীল সমাজ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন