শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভা যাত্রা ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২০, ২০১৮
news-image

 

শরীফুল ইসলামঃ
বাংলাদেশ “নিম্ন-আয়ের” দেশ থেকে “নিম্ন-মধ্য আয়ের” দেশে পরিণত হওয়ার এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা করেছে চান্দিনা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(২০মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো.আলী আশরাফ এম.পি। বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌর মেয়র মো.মফিজুল ইসলাম । এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তুষার আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ মো. এহতেসাম রাসূলে হায়দার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী তরিকুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসিমা আক্তার, চান্দিনা থানা ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী মোল্লা মো. আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গাউছুল আজম, উপজেলা শিক্ষা অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোহাম্মদ মাজহারুল ইসলাম, মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.অহিদ উল্লাহ, এতবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে এম মামুনুর রশিদ, কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, শুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইমাম হোসেন সরকার, বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম, বাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খোরশেদ আলম প্রমুখ।

আর পড়তে পারেন