শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় লতিফ খন্দকার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১০, ২০১৭
news-image

শরীফুল ইসলাম,চান্দিনাঃ চান্দিনায় মরহুম আবদুল লতিফ খন্দকার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা শুক্রবার (১০ নভেম্বর) সকালে চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।

 

এতে চান্দিনা উপজেলার ২৩ টি সরকারি ও বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেণির মোট ২ শত ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি জেলা শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব মো. মনির খন্দকার, এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের আহবায়ক মো. ওয়াহেদুজ্জান, চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ও ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম ভূইয়া, সহকারী অধ্যক্ষ শামীম আরা, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. কাউছারুজ্জামান, বামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন মজুমদার, চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সঞ্জীব কুমার পাল, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় প্রমুখ।

আর পড়তে পারেন