বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় মহান বিজয় দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৭, ২০১৭
news-image

 

মো.শরিফুল ইসলাম , চান্দিনা ঃ

চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনীতিক সংগঠন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ও সুশীলসমাজ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে। সকালে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মার্চপাস্ট, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়।

দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। বিশেষ অতিথি’র বক্তৃতা করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ্ উদ্দিন, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তুষার আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক, চান্দিনা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক নাজনীন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক প্রমুখ।

আর পড়তে পারেন