শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১১, ২০২০
news-image

চান্দিনা প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

শনিবার (১১ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মাহসড়ক ও উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ এর সভাপতিত্বে ‘‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, সাফিয়া আক্তার, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজা, শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আহসানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছা. আফরিনা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার নাছিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জাফর উল্লাহ্ আজাদ কাউন্সিলর, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমল বক্সী, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল কমিশনার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুরুজ ভূইয়া কাউন্সিলর, মো. আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক আবদুল হান্নান স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহম্মেদ অভিসহ উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইউপি চেয়ারম্যান এবং শিক্ষার্থীরা।

আর পড়তে পারেন