শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩, ২০১৮
news-image

 

মো.শরিফুল ইসলাম:

চান্দিনায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠিত হয়। বুধবার (৩ জানুয়ারি) উপজেলার ৮৪ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ তুলে দেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো.আলী আশরাফ এম.পি।

এতে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম.জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো.মফিজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.মোসলেহ উদ্দিন।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আখতার চৌধুরি, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস প্রধান, আবদুল ওয়াহাব, বাড়েরা ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, বরকইট ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.আবদুস ছালাম সওদাগর, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কমল বক্সী, চান্দিনা পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো.রফিকুল ইসলাম, স্থানীয় ঘোষিত ছাত্রলীগ সভাপতি মো.নজরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক কাজী ইয়াসিন অভি, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো.মোজাম্মেল হক প্রমুখ।

আর পড়তে পারেন