শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় প্রতীক বরাদ্দের পর আওয়ামীলীগের আনন্দ মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১২, ২০১৮
news-image

শরীফুল ইসলামঃ
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। সোমবার (১০ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার আবুল ফজল মীর এর কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পান তিনি। খবর পেয়ে আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ থেকে একটি আনন্দ মিছিল বের করে।

মিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মোকাম বাড়ী শাহী ঈদগাহের সামনে বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয়। এসময় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি বলেন- ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। নৌকার লোকেরা এ দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনে অতীতে কাজ করেছে আগামীতেও করবে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, আওয়ামীলীগ নেতা শওকত হোসেন ভুইয়া, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সুরুজ ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন মেম্বার, পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর আবদুস সালাম, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার, উপজেলা তাঁতীলীগ আহবায়ক মো. মোজাম্মেল হক, স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক কাজী ইয়াসিন অভি, প্রচার সম্পাদক মো. শাহজালাল প্রমুখ।

আর পড়তে পারেন