শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় দলীয় মনোনয়ন চেয়েও না পাওয়ার অভিযোগ সেলিম প্রধানের

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৯, ২০১৯
news-image

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি.
চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করতে গিয়েও মনোনয়ন সংগ্রহ করতে পারেননি উপজেলার মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং ওই ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে তিনি মনোনয়ন বিতরণের দায়িত্বে থাকা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার এর নিকট মনোনয়ন সংগ্রহ করতে গেলে তাকে আবেদন ফরম দেওয়া হয় নি।

মো. শাহ্ সেলিম প্রধান সাংবাদিকদের নিকট অভিযোগ করেন- ‘২০১৬সালে ইউপি নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দেয়নি।

সে সময় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশ গ্রহণ করে বিজয়ী হই। ওই সময় সারা দেশে দলীয় বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়। আমিও তখন বহিষ্কৃত হই। কিন্তু নির্বাচনের পরে আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সব বহিষ্কারাদেশ প্রত্যাহার করার নির্দেশ দেন।’

তিনি আরও বলেন- ‘এবারের জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র পক্ষে সভা-সমাবেশ করেছি। দলের জন্য কাজ করেছি এখনো করছি। তবুও আমাকে দলীয় মনোনয়ন দেয়া হয় নি।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন বকসী বলেন- ‘ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি দলের বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে অন্য একজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু সেলিম প্রধানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় নি। বহিষ্কৃত নেতাকে আমরা দলীয় মনোনয়ন ফরম দিতে পারি না।’

আর পড়তে পারেন