বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় চলন্ত মাইক্রোবাসে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৭, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাসে দুই যাত্রীর মধ্যে কাথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে মিজানুর রহমান (৩৮) নামে এক মুরগী ব্যবসায়ীকে হত্যা করা হয়।

রোববার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের বরাট গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের ছেলে। সে পেশায় মুরগী ব্যবসায়ী।

নিহতের ভাগিনা রাসেল জানান, রোববার সকালে বরাট বাজারে মিজানুর রহমান এর মুরগী দোকানে মুরগী কিনতে যায় পার্শ্ববর্তী সাইতলা গুচ্ছ গ্রামের মৃত মো. আজিজ এর ছেলে আহাম্মদ আলী (২১)। ওই সময়ে মিজানুর রহমান এর ছোট ভাই সফিউল্লাহ সুফী দোকানে বসা ছিল। আহাম্মদ আলী মুরগী কেনার পর ফোন করার অযুহাতে সুফীর ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। সারাদিনেও মোবাইল ফোনটি ফেরত দেয়নি। সন্ধ্যা ৭টায় মিজানুর রহমান মাইক্রোবাস যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা থেকে বাড়ি ফেরার সময় ওই গাড়িতে আহাম্মদ আলীর সাথে দেখা হয়।

এসময় দুই জনের মধ্যে মোবাইল ফোনের বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়িটি নূরীতলা নামক স্থানে পৌঁছালে আহাম্মদ আলী ছুরি দিয়ে মিজানুর রহমানের বুক-পেট সহ শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরী ছুরিকাঘাত করে। পরে অস্ত্রের মুখে চালককে হুমকি দিয়ে গাড়ি থামিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ঘটনাটি শুনার পরপরই আমরা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঘটনাস্থল যাই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

আর পড়তে পারেন