শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৯, ২০২০
news-image

আরিফুর রহমান মজুমদারঃ
সিনক্রোনাইজড ফার্মিং (সমকালিন চাষাবাদ) এর আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রম ২০১৯-২০২০ উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলায় কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত।

২৫ জানুয়ারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় চান্দিনার এতবারপুরে এ সমাবেশ ও মাঠ দিবস পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুল মুঈদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জয়দেবপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আহাম্মদ, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ । সভাপতিত্ব করেন কুমিল্লার খামারবাড়িরকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত।

আর পড়তে পারেন