মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৭, ২০২০
news-image

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ২শত ৬৩ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। বাংলাদেশের প্রান্তিক কৃষকদের জন্য একটি বায়ার প্রচেষ্টা ব্যানারে বায়ার ফর বাংলাদেশ এর উদ্যোগে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে ওই বিতরণ অনুষ্ঠান হয়।

বিতরণ অনুষ্ঠানে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর রিজিওনাল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে কৃষকদের হাতে উচ্চ ফলনশীল ’কেজেড-৭০০৬’ ও ’ধানী গোল্ড’ বীজ ধান বিতরণ করেন প্রধান অতিথি চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তার। এসময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২শত ৬৩ জন কৃষক বিনামূল্যে তিন কেজি করে বীজ ধান পেয়েছেন।

বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমেনা বেগম, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর টেরিটরি এক্সিকিউটিভ মো. রায়হান উল্লাহ্, পরিবেশক মেসার্স নূরুল ইসলাম এর স্বত্তাধিকারী মো. শামীম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার, এসএপিপিও মো. মনির হোসেন প্রমুখ।

আর পড়তে পারেন