শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় কাপড় ব্যবসায়ীদের ব্রহ্মাপূজা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১, ২০১৭
news-image

চান্দিনা প্রতিনিধিঃ
চান্দিনা বাজারের কাপড় ব্যবসায়ীদের উদ্যোগে ব্রহ্মাপূজা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চান্দিনা বাজারের দত্ত মার্কেটের উপরের ছাদে ওই পূজা অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও যজ্ঞানুষ্ঠানের মধ্য দিয়ে পূজা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ‘ব্রহ্মা’ হচ্ছেন অগ্নিদেবতা। চান্দিনা বাজারের গত কয়েক বছর দফায় দফায় অগ্নিকান্ডে শতাধিক ব্যবসায়ীর কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। পুড়ে গেছে তাদের সহায়-সম্বল। তাই অগ্নি দেবতার সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় ওই পূজার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বী কাপড় ব্যবসায়ীবৃন্দ। ব্যবসায়ী গৌতম কুমার দেব, নিমাই দেবনাথ, লক্ষণ ঘোষ, রতন দেবনাথ, টিটু দাস, নারায়ণ দে, মাখন সাহা, বিজন পালের সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অধ্যাপক শ্রীধর বণিক, ব্যবসায়ী আলী হোসেন, পরেশ কর, বাদল কর, হারাধণ দত্ত, সঞ্জিত কুমার নাহা, যুবরাজ মজুমদার প্রমুখ।

আর পড়তে পারেন