শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় এসএসসি পরীক্ষায় ১২ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ উত্তীর্ণ

আজকের কুমিল্লা ডট কম :
মে ৬, ২০১৯
news-image

 

শরীফুল ইসলাম
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে ১২টি প্রতিষ্ঠানে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। উপজেলার ৩২টি উচ্চ বিদ্যালয় থেকে দু’টি এবং ২৭টি মাদরাসা থেকে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করে।

শতভাগ পাশের গৌর অর্জনকারী দু’টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে আবেদানূর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১৭টি জিপিএ ৫ সহ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এছাড়া ওরাইন উচ্চ বিদ্যালয় থেকে ৪৬ জন পরীক্ষা দিয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আবেদানূর ফাজিল মাদরাসা থেকে ৪২ জন পরীক্ষা দিয়ে ১৮ টি জিপিএ ৫ সহ শতভাগ পাশ করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এছাড়া বাতাঘাসী ইসলামিয়া দাখিল মাদরাসা, মোহনপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, হোসেনপুর দারুচ্ছন্নাত মিনহাজিয়া দাখিল মাদরাসা, বরকইট পীরমঞ্জিল দাখিল মাদরাসা, জোয়াগ নোয়াগাঁও দাখিল মাদরাসা, টামটা ইসলামিয়া দাখিল মাদরাসা, পানিপাড়া আলিম মাদরাসা, বদরপুর নেছারিয়া ফাজিল মাদরাসা, পূর্ব মাইজখার মহিলা মাদরাসায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

আর পড়তে পারেন