শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় আধুনিক ডাক বাংলো’র দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৮, ২০১৭
news-image

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
চান্দিনা উপজেলা সদরে কুমিল্লা জেলা পরিষদ এর ১ কোটি ৮৮ লাখ টাকা অর্থায়নে দুই তলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলো নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

শনিবার (১৮ নভেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, জেলা পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, জেলা সহকারী প্রকৌশলী মো. আবদুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক, চান্দিনা পৌর আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া, কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ, ছাত্রলীগ নেতা কাজী ইয়াসিন অভি প্রমুখ।

আর পড়তে পারেন