বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় অধ্যাপক আলী আশরাফ তৃণমূলের একক প্রার্থী

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২, ২০১৮
news-image

স্টাফ  রিপোর্টারঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চান্দিনায় তৃণমূল নেতৃবৃন্দের
মতামত সংবাদ  সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিভাবে  ঘোষণা করেছেন চান্দিনা
উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।  সংবাদ সম্মেলনে বর্তমান সাংসদ অধ্যাপক আলী
আশরাফকেই তৃণমূলের একক প্রার্থী ঘোষণা করেছেন।

শুক্রবার (২ নভেম্বর) দুপুরের দিকে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে
এক  সংবাদ সম্মেলনে ওই তথ্য উপস্থাপন করেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,  চান্দিনা উপজেলার ১৩ টি ইউনিয়ন আওয়ামীলীগ
ও ১টি পৌরসভা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতামত অনুযায়ী বাংলাদেশ
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক
অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি-ই হলেন
চান্দিনা আওয়ামীলীগের একক প্রার্থী।  আমরা আশা করি তৃণমূলের মতামতকে
প্রাধাণ্য দিয়েই দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলী আশরাফকে নৌকার মাঝি হিসেবে মনোনীত করবেন।

এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান
তপন বকসী বলেন- ‘চান্দিনা থেকে আওয়ামীলীগের আর কোন নেতা উপজেলা
আওয়ামীলীগের নিকট প্রার্থী হওয়ার অভিমত ব্যক্ত করেন নি।  তাই আমরা তৃণমূল
আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি’র নাম
রেজুলেশনের মাধ্যমে আওয়ামীলীগের সভানেত্রী বরাবর প্রেরণ করেছি।’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ
মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক ও চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান
বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, এফবিসিসিআই সহ-সভাপতি কুমিল্লা উত্তর জেলা
আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু, সাংগঠনিক সম্পাদক
এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও
পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক
আহাম্মদ খালেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
সাফিয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক দীপক
মজুমদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবি সিদ্দিক, সহ-প্রচার
সম্পাদক কাজী জাফর উল্লাহ্ আজাদ কাউন্সিলর, শুহিলপুর ইউপি চেয়ারম্যান মো.
ইমাম হোসেন সরকার, বাতাঘাসী ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান,
মাধাইয়া ইউপি চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ্, কেরনখাল ইউপি চেয়ারম্যান মো.
হারুন অর রশিদ, বাড়েরা ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, বরকইট ইউপি
চেয়ারম্যান মো. আবুল হাশেম, এতবারপুর ইউপি চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ
আবু, গল্লাই ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, নবাবপুর ইউপি চেয়ারম্যান
মো. সাহাবুদ্দিন মাস্টার, বরকইট ইউপি আওয়ামীলীগ সভাপতি মো. ছফিউল্লাহ্,
মহিচাইল ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মাইজখার ইউপি
আওয়ামীলীগ সহ-সভাপতি গাজী মো. সাদেক হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল
মালেক, বাড়েরা ইউপি আওয়ামীলীগ সভাপতি মো. রৌশন আলী প্রধান, সাধারণ
সম্পাদক মো. সেলিম ভূইয়া, উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সি,
উপজেলা যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ
মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আশেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক
আওলাদ হোসেন মেম্বার, স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক
কাজী ইয়াছিন অভি, উপজেলা তাঁতীলীগ আহ্বায়ক মো. আবদুল হালিম মেম্বার,
যুগ্ম-আহ্বায়ক মো. জহিরুল ইসলাম বিজয়, সদস্য সচিব মো. মোজাম্মেল হকসহ সকল
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের

আর পড়তে পারেন