বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার তীরচরে ইউপি মেম্বারকে কুপিয়ে জখম, আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মামুনুর রশিদ খোকনকে কুপিয়ে জখম করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টায় ওই ইউনিয়নের তীরচর এলাকায় একটি হোটেলে সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের ধারালো ছুরির আঘাতে তার পিঠ ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এদিকে ওই ঘটনায় অভিযান চালিয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করে।

আটককৃতরা হলেন- শব্দলপুর গ্রামের আবদুল হাকিম এর ছেলে সেলিম ও আবদুল এর ছেলে মিজান।
ওই ঘটনায় আহত মেম্বার মামুনুর রশিদ খোকন বাদি হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন।

বাতাঘাসী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. খোরশেদ আলম জানান, গত শনিবার (১০ অক্টোবর) বাতাঘাসী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হয়। আমি নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলাম। মামুনুর রশিদ খোকন তীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট ছিল। নির্বাচনে হেরে গিয়ে আমার প্রতিপক্ষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র চেয়ারম্যান পদের প্রাথী ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনী নিয়ে খোকন এর উপর হামলা চালায়।

এব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে।

আর পড়তে পারেন