শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাদঁপুর থেকে অপহৃত শিশু উদ্ধার করেছে কুমিল্লা র‌্যাব, অপহরণকারী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২২, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুর সদর উপজেলা থেকে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে ও অপহৃত শিশু উদ্ধার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা ।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টার দিকে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানাধীন চাঁদপুর বড়ষ্টেশন সংলগ্ন মোঃ সোলায়মান (৩২), পিতা- মৃত সাইদুল হক, সাং- ঘাটলা, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী এর “চাঁদপুর মিডিয়া সেন্টার” নামক বিকাশের দোকানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমিল্লা রেলষ্টেশন থেকে শিশু অপহরণ করে চাঁদপুরে নিয়ে গিয়ে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করার অভিযোগে মোঃ ইমাম হোসেন বাবুল (৪৮), পিতা- শফিউল্লাহ মিয়াজী, সাং- নিজ মেহের, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ইমাম হোসেন বাবুল (৪৮) কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে তাদের আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজনদের নিকট থেকে মুক্তিপণের টাকা আদায় করে আসছিল। উক্ত কাজে জড়িত থাকার অভিযোগে র‌্যাব সদস্যদের গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বর্ণিত অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন