শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুর জেলাজুড়ে করোনায় আক্রান্ত বেড়ে ১৯৫ : মৃতের সংখ্যা ১৫

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩১, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ জন। মৃতের সংখ্যা ১৫ জন। এদের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, ফরিদগঞ্জে ৩ জন, হাজীগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১ জন, কচুয়ায় ২ জন ও মতলব উত্তরে ২ জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রবিবার (৩১ মে) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে। সুস্থ হয়েছেন ৩৯জন। বাকী ১৩০জন চিকিৎসাধীন।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৯৫জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০৯ (পৌরসভায় ১০০ ও উপজেলায় ৯ জন), ফরিদগঞ্জে, ৩৪, মতলব উত্তরে নতুন ১ জনসহ ৯, হাজীগঞ্জে ১১, মতলব দক্ষিণে নতুন ২ জনসহ ৮জন, কচুয়ায় ৯, হাইমচরে ৪ ও শাহরাস্তিতে ১১জন। সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শনিবার দুপুরে এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১৮১৬। এর বিপরীতে রিপোর্ট এসেছে ১৫৪৯টি।

রিপোর্ট অপেক্ষমান ২৬৭টি। তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮৩জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৪জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৯জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৬৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৪৪জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯জন।

আর পড়তে পারেন