মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে সোমবার করোনায় আক্রান্ত আরও ৫০ জন, আক্রান্তের সংখ্যা ৬ শতাধিক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২২, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৫০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬শ’ ১৪ জন।

সোমবার (২২ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৬১৪ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১শ’ ৬৩জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩৪ জন, হাজীগঞ্জে ২ জন, মতলব উত্তরে ৬ জন, মতলব দক্ষিণে ৪ জন, ফরিদগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১ জন ও কচুয়ায় ১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪৬ জন। বাকী ৪শ’ ৫জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৪৬ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১২ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়ায় নতুন ১ জনসহ ৫ জন, মতলব উত্তরে ৪ জন ও মতলব দক্ষিণে ২ জন। চাঁদপুর সিভিল সার্জন সোমবার (২২ জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬১৪ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৫২, ফরিদগঞ্জে ৬৩, মতলব উত্তরে ৩৩, হাজীগঞ্জে ৬৬, মতলব দক্ষিণে ৭৪, কচুয়ায় ২৯, হাইমচরে ৩৩ ও শাহরাস্তিতে ৬৪জন। সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ সোমবার দুপুরে এক প্রেস নোটে জানান, চাঁদপুরে এদিন কোন নমুনা সংগ্রহ হয়নি। পূর্বে পাঠানো নমুনা থেকে দিনের প্রাপ্ত রিপোর্ট ৩৩৫টি। এর মধ্যে ৫০টি পজেটিভ ও ২৮৫টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৭১। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৩ হাজার ১৮৮টি। অপেক্ষমান রিপোর্ট ৫৮৩টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২শ’ ৮২জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২শ’ ৪৫জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৭জন। চিকিৎসাধীন ৪০৫ জনের মধ্যে হাসপাতালে ৩৩ জন, ঢাকায় রেপার ৬ জন ও হোম আইসোলেশনে ৩৬৬ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৭শ’ ১৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৯শ’ ২৩জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৭৯৪জন।

আর পড়তে পারেন