বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে ব্যাংক কর্মকর্তাসহ নতুন আক্রান্ত ৫৩ জন: মৃত বেড়ে ৬০

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে আরও ৫৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৯ শতাধিক।

বৃহষ্পতিবার (২ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে মোট করোনা ভাইরাস শনাক্ত রোগী ৯৭২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩২ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩১ জন (এদের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক কর্মকর্তাও ছিলেন), হাজীগঞ্জে ৫ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ২ জন, ফরিদগঞ্জে ৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬০ জন। বাকী ৫৮০ জন চিকিৎসাধীন। জেলায় মৃত ৬০ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১৭ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন ও মতলব দক্ষিণে নতুন ১ জনসহ ৩ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার (২ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৯৭২ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩৮৩, হাইমচরে ৭৫, মতলব উত্তরে ৬৮, মতলব দক্ষিণে ১০৭, ফরিদগঞ্জে ১০০, হাজীগঞ্জে ৯৫, কচুয়ায় ৪৩, ও শাহরাস্তিতে ১০১ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বৃহস্পতিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত কোন নমুনা সংগ্রহ হয়নি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৮৮টি। এর মধ্যে ৫৩টি পজেটিভ ও ৩৫টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৪৬৭২। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৪৩৫৫ টি। অপেক্ষমান রিপোর্ট ৩১৭ টি। তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৭৩ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৪১ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩২ জন। চিকিৎসাধীন ৫৮০ জনের মধ্যে হাসপাতালে ২২ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৫৫২ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৭ হাজার ১৪৯ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৬১৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫৩৪জন।

আর পড়তে পারেন