শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে নতুন ৫ জনসহ করোনায় মোট আক্রান্ত ৭৬, মৃতের সংখ্যা ৫

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৮, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে আরো ৫ জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) পর্যন্ত চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জন। মৃতের সংখ্যা ৫ জন।

এদের মধ্যে চাঁদপুর সদরে ১ জন, ফরিদগঞ্জে ৩ জন ও হাজীগঞ্জে ১ জন। সুস্থ হয়েছেন ১৬ জন। বাকী ৫২ জন চিকিৎসাধীন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৭৬ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪১, ফরিদগঞ্জে ১০, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৫, মতলব দক্ষিণ ৫জন, কচুয়ায় ৪, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ৩ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ সোমবার দুপুরে এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১১১০। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৯৫৮টি। রিপোর্ট অপেক্ষমান ১৫২টি। তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৭জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫০জন।

বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৭ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৬৬৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৫৯৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৪ জন।

আর পড়তে পারেন