শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়াল

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩, ২০২০
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে শুক্রবার (৩ জুলাই) আরও ৩১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়াল। এ পর্যন্ত জেলাজুড়ে মোট করোনা ভাইরাস রোগী সুস্থ হয়েছেন ৩৪৯ জন।

আজ আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২১ জন, হাজীগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ২ জন, হাইমচরে ২ জন, ফরিদগঞ্জে ১ জন, মতলব উত্তরে ২ জন ও ফরিদগঞ্জে ১ জন।

আজ মৃত্যুবরণ করেছে আরও ২ জন। মৃত ২ জনের মধ্যে একজন চাঁদপুর সদরের জাহানারা বেগম (৬০) ও হাইমচরের মফিজ মিজি (৪৫)। এ পর্যন্ত মারা গেছেন ৬২ জন।

জেলায় মৃত ৬২ জনের মধ্যে- চাঁদপুর সদরে নতুন ১ জনসহ ১৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে নতুন ১ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১ হাজার ৩ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪০৪, হাইমচরে ৭৭, মতলব উত্তরে ৭০, মতলব দক্ষিণে ১০৯, ফরিদগঞ্জে ১০১, হাজীগঞ্জে ৯৭, কচুয়ায় ৪৩, ও শাহরাস্তিতে ১০২ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শুক্রবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ১৮৩। দিনের প্রাপ্ত রিপোর্ট ১৩২টি এর মধ্যে ৩১টি পজেটিভ ও ১০১টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা ৪ হাজার ৮৫৫। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৪ হাজার ৪৮৭ টি। অপেক্ষমান রিপোর্ট ৩৬৮ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৮০ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৪৪ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৬ জন। চিকিৎসাধীন ৫৯৪ জনের মধ্যে হাসপাতালে ২৪ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৫৬৪ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৭ হাজার ২৭৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৬৬৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৬০৬ জন।

আর পড়তে পারেন