শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় নতুন ৭ জনসহ আক্রান্তের সংখ্যা ২৯০: মৃতের সংখ্যা বেড়ে ২৪

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১০, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলাজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৭ জন। মৃতের সংখ্যা শাহরাস্তিতে ১ জন বেড়ে মোট ২৪ জনে। এদের মধ্যে চাঁদপুর সদরে ৮ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে বেড়ে ২ জন, কচুয়ায় ৪ জন ও মতলব উত্তরে ২ জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে। সুস্থ হয়েছেন ৭৬জন। বাকী ১৯০জন চিকিৎসাধীন। চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৯০ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৭, ফরিদগঞ্জে ৪৪, মতলব উত্তরে ১৩, হাজীগঞ্জে নতুন ১ জন বেড়ে ২৩, মতলব দক্ষিণে ২২জন, কচুয়ায় নতুন ২ জন বেড়ে ১৮, হাইমচরে ১০ ও শাহরাস্তিতে নতুন ৪ জন বেড়ে ২৩জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বুধবার রাতে এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে দিনের পাঠানো নমুনা হলো ১৬টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৫৩টি এর মধ্যে ৭টি পজেটিভ ও ৪৬ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২৪৮৬। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২১০৬টি। রিপোর্ট অপেক্ষমান ৩৮০টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১শ’ ৪৯জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১শ’ ২১জন। চিকিৎসাধীন রোগী ১৯০ জনের মধ্যে হাসপাতালে ৮ জন, ঢাকায় রেপার ৪ জন ও হোম আইসোলেশনে ১৭৮ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৮জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৪৪১৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৫১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৪২জন।

আর পড়তে পারেন