মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ২৯৩ : মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১১, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৩ জন। মৃতের সংখ্যা মতলব দক্ষিণে ১ জন বেড়ে মোট ২৫ জনে। এদের মধ্যে চাঁদপুর সদরে ৮ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ৩ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ২ জন ও মতলব দক্ষিণে ১ জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার (১১ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৩ জনে। সুস্থ হয়েছেন ৭৬জন। বাকী ১৯২জন চিকিৎসাধীন। চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৯৩ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৭, ফরিদগঞ্জে ৪৪, মতলব উত্তরে ১৩, হাজীগঞ্জে নতুন ২ জন বেড়ে ২৫, মতলব দক্ষিণে নতুন ১ জনসহ ২৩, কচুয়ায় ১৮, হাইমচরে ১০ ও শাহরাস্তিতে ২৩জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বৃহষ্পতিবার রাতে এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে দিনের পাঠানো নমুনা হলো ২৪১টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১৬টি এর মধ্যে ৩টি পজেটিভ ও ১৩ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২৭২৭। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২১২২টি। রিপোর্ট অপেক্ষমান ৬০৫টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১শ’ ৫৮জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১শ’ ২৪জন। চিকিৎসাধীন রোগী ১৯২ জনের মধ্যে হাসপাতালে ১১ জন, ঢাকায় রেপার ৪ জন ও হোম আইসোলেশনে ১৭৭ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৪জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৪৪১৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৫১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৪২জন।

আর পড়তে পারেন