শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৫১ জন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০২০
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
করোনা ভাইরাসে চাঁদপুরে আরও ১৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ১৯ শ’ছাড়িয়েছে। মগলবার (১১ আগস্ট) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ১৯৫১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৫ জন। নতুন আক্রান্তরা চাঁদপুর সদরে ৮ জন, ফরিদগঞ্জে ৫ জন, মতলব উত্তরে ২ জন ও শাহরাস্তিতে ২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭৫ জন। বাকী ৪৪১ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭৫ জনের মধ্যে- চাঁদপুর সদরে ২১ জন, ফরিদগঞ্জে ১০ জন, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ১১আগস্ট পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৯শ’ ৫১ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭শ’ ৭৩, হাইমচরে ১২৯, মতলব উত্তরে ১৫৯, মতলব দক্ষিণে ২০৩, ফরিদগঞ্জে ২২২, হাজীগঞ্জে ১৮৭, কচুয়ায় ৭৯, ও শাহরাস্তিতে ১৯৮ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ৪৭ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১২১ টি। এরমধ্যে ১৭টি পজেটিভ ও ১০৪ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৪৭৪। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৭ হাজার ৪২৭টি। অপেক্ষমান রিপোর্ট ৪৭টি। তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭০৩ জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৬৩ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪০ জন। চিকিৎসাধীন ৪৮১ জনের মধ্যে হাসপাতালে ৩০ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৪৪৫ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১ হাজার ৬৫জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৮৫৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ২১০ জন।

আর পড়তে পারেন