মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১২শ’ ছাড়াল

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১১, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে আজ আরও ১৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা সাড়ে ১২শ’ ছাড়িয়েছে। শনিবার (১১ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে মোট করোনা ভাইরাস শনাক্ত রোগী ১ হাজার ২৫১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮১ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৬ জন, হাইমচরে ১ জন, মতলব দক্ষিণে ৪ জন, ফরিদগঞ্জে ১ ও হাজীগঞ্জে ৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬৬ জন। বাকী ৫০৪ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৬৬ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১৯ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৫ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১২শ’ ৫১ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪৮৭, হাইমচরে ৯১, মতলব উত্তরে ৮৫, মতলব দক্ষিণে ১৪৭, ফরিদগঞ্জে ১৪৫, হাজীগঞ্জে ১২১, কচুয়ায় ৫১ ও শাহরাস্তিতে ১২৮ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শনিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ১১৪ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৭৬টি। এর মধ্যে ১৫টি পজেটিভ ও ৬১টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৫৯। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৫ হাজার ১৯৮ টি। অপেক্ষমান রিপোর্ট ২৬১ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৪৮ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৯৭ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৫১ জন। চিকিৎসাধীন ৫০৪ জনের মধ্যে হাসপাতালে ৪১ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৪৫৭ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮ হাজার ২৬৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৯৯৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ২৭০ জন।

আর পড়তে পারেন