মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩১, মৃতের সংখ্যা ৬৬ জনে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৯, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে আরও ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ১২শ’ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে মোট করোনা ভাইরাস শনাক্ত রোগী ১২৩১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬৬৫ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৯ জন, হাজীগঞ্জে ১ জন, হাইমচরে ৪ জন, মতলব উত্তরে ৩ জন, মতলব দক্ষিণে ৫ জন ও ফরিদগঞ্জে ১৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬৬ জন। বাকী ৫০০ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৬৬ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১৯ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৫ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার (৯ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১২শ’ ৩১ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪৮১, হাইমচরে ৯০, মতলব উত্তরে ৭৭, মতলব দক্ষিণে ১৪৩, ফরিদগঞ্জে ১৪৪, হাজীগঞ্জে ১১৭, কচুয়ায় ৫১, ও শাহরাস্তিতে ১২৮ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বৃহস্পতিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ১৭৯ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১০৮টি। এর মধ্যে ৩৭টি পজেটিভ ও ৭১টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৫৩৪৭। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৫১১১ টি। অপেক্ষমান রিপোর্ট ২৩৬ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৩০ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৮২ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪৮ জন। চিকিৎসাধীন ৫০০ জনের মধ্যে হাসপাতালে ৩৬ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৪৫৮ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮ হাজার ২৯৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৯৩১ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩৬৫ জন।

আর পড়তে পারেন