বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮ শ’ ছাড়াল: মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৮, ২০২০
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
করোনা ভাইরাসে চাঁদপুরে আরও ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ শতাধিক।

শনিবার (২৭ জুন) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনা ভাইরাস শনাক্ত রোগী ৮০৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২২৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে শাহরাস্তি উপজেলা ব্যতিত চাঁদপুর সদরে ৬ জন, হাজীগঞ্জে ৫ জন, হাইমচরে ১০ জন, মতলব উত্তরে ১৫ জন, কচুয়ায় ৩ জন, ফরিদগঞ্জে ৬ জন ও মতলব দক্ষিণে ৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৫৫ জন। বাকী ৫২৪ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৫৫ জনের মধ্যে- চাঁদপুর সদরে নতুন ২ জনসহ ১৫ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে নতুন ১১৫ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে নতুন ২ জনসহ ৮ জন ও মতলব দক্ষিণে ২ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ স‚ত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৮০৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩০৭, হাইমচরে ৬২, মতলব উত্তরে ৬১, মতলব দক্ষিণে ৮৮, ফরিদগঞ্জে ৭৮, হাজীগঞ্জে ৮২, কচুয়ায় ৩৪, ও শাহরাস্তিতে ৯৩ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শনিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ৭৭ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১১৭টি। এর মধ্যে ৫৪টি পজেটিভ ও ৬৩টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৪৩০৮। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৩৮৪৫ টি। অপেক্ষমান রিপোর্ট ৪৬৩ টি।
তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩২০ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৭৮ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪২ জন। চিকিৎসাধীন ৫২৪ জনের মধ্যে হাসপাতালে ২৭ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৪৯১ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৬ হাজার ৪৮১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ১৭৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩০৬ জন।

আর পড়তে পারেন