শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে আরো ২৫ জন করোনামুক্ত : নতুন শনাক্ত ১১

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৮, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে আরও ১১জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ২ হাজার ৪৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৩জন। এর মধ্যে দিনের সুস্থ’ রোগীর সংখ্যা ২৫ জন। নতুন আক্রান্তরা চাঁদপুর সদরে ৮ জন, হাজীগঞ্জে ১ জন ও শাহরাস্তিতে ২ জন। বাকী ৪০৯ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭৫ জনের মধ্যে- চাঁদপুর সদরে ২১ জন, ফরিদগঞ্জে ১০ জন, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২ হাজার ৪৭ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮শ’ ১৩, হাইমচরে ১৩১, মতলব উত্তরে ১৭৩, মতলব দক্ষিণে ২২০, ফরিদগঞ্জে ২৩৯, হাজীগঞ্জে ১৯০, কচুয়ায় ৭৯ ও শাহরাস্তিতে ২০১ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ৮৮ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৭৩ টি। এর মধ্যে ১১ টি পজেটিভ ও ৬২ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬১। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৭ হাজার ৯৭৩টি। অপেক্ষমান রিপোর্ট ৮৮ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭৬৭জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৪৬জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২১ জন। চিকিৎসাধীন ৪০৯ জনের মধ্যে হাসপাতালে ১৬ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৩৮৭জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১ হাজার ৪৪৯ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৫২৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৯২২ জন।

আর পড়তে পারেন