শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে আজ রেকর্ডসংখ্যক ৯১ জনের করোনা শনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৯, ২০২০
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে আরও ৯১ জন আক্রান্ত হয়েছেন। এটিই চাঁদপুরে রেকর্ডসংখ্যক আক্রান্ত। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ১৭ শ’ছাড়িয়েছে। বুধবার (২৯জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ১৭৮৬ জনের মধ্যে সুস্থ’ হয়েছেন ১ হাজার ৯৫জন।

নতুন আক্রান্তরা কচুয়া উপজেলা ব্যতিত চাঁদপুর সদরে ৪৬জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ২ জন, মতলব উত্তরে ৭ জন, ফরিদগঞ্জে ১৪ জন, হাজীগঞ্জে ৮জন ও শাহরাস্তিতে ৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭৪ জন। বাকী ৬১৭ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭৪ জনের মধ্যে- চাঁদপুর সদরে নতুন ১ জনসহ ২১ জন, ফরিদগঞ্জে ১০ জন, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে নতুন ১ জনসহ ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ৯ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার (২৯ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৭শ’ ৮৬ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭শ’ ৩, হাইমচরে ১২৭, মতলব উত্তরে ১৩৯, মতলব দক্ষিণে ১৯৭, ফরিদগঞ্জে ২০৪, হাজীগঞ্জে ১৭১, কচুয়ায় ৭৩, ও শাহরাস্তিতে ১৭২জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বুধবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ১০৭ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ২৪২টি। এরমধ্যে ৯১টি পজেটিভ ও ১৫১টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৬৩১। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৬ হাজার ৪৯৭টি। অপেক্ষমান রিপোর্ট ১৩৪টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৮৯ জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৬৫ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৪ জন। চিকিৎসাধীন ৬১৭ জনের মধ্যে হাসপাতালে ১৯ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৫৯২ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০ হাজার ৪০৫জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৬৫৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৭৫০জন।

আর পড়তে পারেন